সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটো রিক্সা সহ ৫ ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(৩০এপ্রিল) বিকেলে সদর উপজেলার তাজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান।
আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন(১৯), একই গ্রামের মন্টু রহমানের ছেলে বাঁধন(১৭) বড় তাজপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে নুরনবী(১৬), পুরানাপৈল খুলু পাড়া গ্রামের সুজন সিং এর ছেলে প্রশান্ত সিং(১৬) বিশ্বাস পাড়া গ্রামের মাসুম হোসেনের ছেলে শাহীন হোসেন(১৫) ।
ওসি আলমগীর জাহান বলেন, আটককৃতরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটো রিক্সা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে চালককে হত্যা কিংবা জখম করে অটো রিকশা ছিনতাই করে আসছিল। সদর উপজেলার তাজপুর গ্রামে ছিনতাই হওয়া অটোরিক্সা সহ ছিনতাইকারীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যটারিচালিত অটো রিকশাসহ তাদের আটক করা হয়।
সময় জার্নাল/এমআই