মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন ‘লিবারেল মাইন্ডস’ কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সভাপতি, সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে দুপুর সাড়ে ২ টায় প্রধান নির্বাচন কমিশনার ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা হাবিবুর রহমান শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনোয়ার আজম, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নয়ন মিয়া ।
নতুন এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম তারেক, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম।
এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. আবুল হায়াৎ, শারমিন সুলতানা, রেনেসাঁ আহমেদ সায়মা, নুসরাত জাহান নিমনী , প্রভাষক তারিন বিনতে এনাম, কাজী ফাখেরা নওশীনসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার ও সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, কমিশনারগণ, স্বেচ্ছাসেবী এবং শিক্ষার্থী সকলের সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগে এই প্রথমবারের মতো সংগঠনের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি, প্রতিনিধিরা ইংরেজি বিভাগকে এগিয়ে নিতে কাজ করে যাবে।
সময় জার্নাল/এলআর