সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংলিশ এলামনাই এসোসিয়েশনের গ্র্যান্ড গেট-টুগেদার ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। বিভাগের সাবেক শিক্ষার্থীরা মিলিত হবেন তাদের সাবেক শিক্ষায়তনে। সংগঠনটির সদস্য ও ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান সোমবার (৬ মার্চ) বেলা ১১ টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পুনর্মিলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ওয়েবসাইটে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছেন আগ্রহী শিক্ষার্থীরা। ২৫টি ব্যাচের সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছেন।
পুনর্মিলনীর মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণ অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন।
এছাড়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ও ইংরেজি বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ও এইচপি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি লি. এর পরিচালক সৈয়দ মনোয়ার আজাদ, পুনর্মিলনী বাস্তবায়ন সাব-কমিটির আহ্বায়ক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হোসেন সানী এবং সাব-কমিটির সদস্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের সহকারী পরিচালক ও ইবি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল ওয়ারিশ মিরাজ।
সময় জার্নাল/এলআর