আসাদুজ্জামান, ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে বাংলায় নানা রূপে নজরুল এবং গুণীজন সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, আগামী ২১ মার্চ ২০২৩ (মঙ্গলবার) বিকাল ৪ টায় সাতারকুল স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে বাংলায় নানা রূপে নজরুল এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে চার সদস্যের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক শর্মিষ্ঠা দাশ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিলি রহমান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শ্রাবণী বড়ুয়া ও ইইই বিভাগের প্রভাষক নবনীতা চক্রবর্তী। কমিটিকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে বলা হয়েছে।
এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক শর্মিষ্ঠা দাশ একুশের সংবাদকে বলেন, গুনিজন হিসেবে থাকছেন বাংলাদেশে নজরুল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খায়রুল আনাম শাকিল এছাড়াও আয়োজনে বাংলায় কবি নজরুলে সাহিত্য, দর্শন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
সময় জার্নাল/এলআর