নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। ভয়াবহ এ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ঘটনাস্থলে কাজ করছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি বলেন, গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
এদিকে আজ বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, গুলিস্তানের ওই ভবনে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে পরিবার।
ঢামেক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ২০ জন চিকিৎসাধীন। এছাড়া বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১১ জন।
সময় জার্নাল/এলআর