দুবাই প্রতিনিধি:
ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সংস্কর টি টেনের সপ্তাম আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই বছরের ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।
ডেক্কান গ্ল্যাডিয়েটর্স তাদের টানা দ্বিতীয় ট্রফি ঘরে তোলার দুই মাস পর নতুন আসরের দিনক্ষণ চূড়ান্ত হলো।
আবুধাবি ক্রিকেট ক্লাব অ্যান্ড স্পোর্টস হাবের সিইও ম্যাট বাউচার বলেছেন, ‘গোটা বিশ্বে সত্যিকারের দর্শনীয় আন্তর্জাতিক ক্রিকেট প্রদর্শনের জন্য ২০১৯ সালে আমরা আমাদের অংশীদার আবুধাবি স্পোর্টস কাউন্সিল ও আবুধাবি সাংস্কৃতিক-পর্যটন অধিদপ্তরের সঙ্গে কৌশলগত অঙ্গীকার করেছিলাম। বিশ্ব ক্রিকেটের জন্য আরেকটি সৃজনশীল ইভেন্ট আয়োজনে আমরা উন্মুখ হয়ে আছি।’
টি টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুলক বলেছেন, ‘গত বছরের আবুধাবি টি টেন ছিল ক্রিকেট ও বিনোদনের নিখুঁত সংমিশ্রণ। আমরা এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন দুটি দলকে অন্তর্ভুক্ত করছি, আবারও কিছু সেরা খেলোয়াড় ও কোচদের স্বাগত জানাচ্ছি। আসন্ন সপ্তম আসরের দিনক্ষণ ঘোষণার মাধ্যমে আমরা ২০২৩ সালে আরও বড় একটি আসর আয়োজনের অধীর অপেক্ষায় আছি।’
সময় জার্নাল/এলআর