আমাদের এই স্বল্প জীবনে ভাবনাগুলো
প্রতি নিয়ত পরিবর্তন হতে থাকে
আমরা ভাবি যা তা সবসময় কেন যেন মিলে না।
কখনো পাচ্ছি পৃথিবী জয় করবার মতো আনন্দ
কখনোবা তমশা ঘেরা কষ্ট।
তবে এও একরকম জীবন।
যারা কিনা প্রতিনিয়ত হোঁচট খাচ্ছে
জীবনের কোন কিছু উপলব্ধি করবার সামান্যতম সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে
তারা কি বলবে?
এক জীবনে অনেক কিছু করবার আছে।
সেটা নিজের জন্যেই হোক বা অন্যের জন্যেই হোক।
তবে ক'জনই সেটা করি?
যারা করতে চাই, যাদের সেই দক্ষতা আছে তারা বোধহয় দীর্ঘ জীবন পাই না।
এই পৃথিবীর বিচিত্র মানুষ সেই সুযোগ তাদেরকে দেয় না।
আসলে তাদেরকে কি মানুষ বলবো?
না।
তারা আসলে মানুষের মতো দেখতে একদল নরপিশাচ।
আসলে তাদেরই নেই এই পৃথিবীর আলো ছায়ায় বেঁচে থাকবার অধিকার।
অথচ সর্বোত্র তারাই বিরাজমান
তারাই বীরদর্পে সর্বোচ্চ সুখ ভোগ করে বেঁচে থাকছে।
আর আমরা যারা পোড় খাওয়া সত্যিকার মানুষ
তারাই একটু সহানুভুতি নিয়ে বাঁচবার কি আকুল মিনতিই না করছি
কিন্তু তারপরও শেষ চেষ্টাই ব্যর্থ হচ্ছি।
পুরো পৃথিবীর মানুষগুলো দিনে দিনে নির্মম, অসভ্য এবং হিংস্র হয়ে উঠছে।
যা মেনে নিয়ে বেঁচে থাকতে পারাটা
সত্যিই বড় চ্যালেঞ্জ।
সময় জার্নাল/এসএ