বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ডিআইইউতে রড দিয়ে পিটিয়ে শিক্ষার্থী জখম: পুলিশ হেফাজতে তিনজন

বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩
ডিআইইউতে রড দিয়ে পিটিয়ে শিক্ষার্থী জখম: পুলিশ হেফাজতে তিনজন

আসাদুজ্জামান, ডিআইইউ প্রতিনিধি:

আধিপত্য বিস্তার জেরে এবং সিনিয়রকে 'তুমি' বলে সম্মোধন করায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে  (ডিআইইউতে) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে৷ এতে সিএসসি বিভাগের শিক্ষার্থী ইনজামামুল হক মুহিদ (২২), বিএম সাকিব হোসেন (২২) ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান (২২) গুরুতর আহত হয়েছে৷  ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করছেন তাদের অকথ্য গালিগালাজের পর লাঠি সোটা এবং রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে৷ 

বৃহস্পতিবার  (৯ মার্চ) রাত ১ টার দিকে  এ ঘটনা ঘটে৷ পরে জাতীয় জরুরী সেবায় কল করা হলে বাড্ডা থানার পুলিশ সদস্যরা এসে তিনজনকে 'পুলিশি হেফাজতে' নেয়৷
 
জানা গেছে,  গভীর রাতে ১নং  ছাত্রাবাসের সিএসসি ও ফার্মেসী বিভাগের ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ ঘটনা ঘটেছে৷ পরবর্তীতে ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নাদিম (২১) ইংরেজি বিভাগের জোবায়ের (২২) সহ তার সহযোগী মুরসালিন কে পুলিশি হেফাজতে নেওয়া হয়৷ 

এ বিষয়ে ভিকটিম ইনজামামুল হক মুহিদ বলেন,  আধিপত্য বিস্তারের জেরে তারা দীর্ঘদিন ধরে ছাত্রাবাসের শিক্ষার্থীদের খাবারের টাকা আত্মসাৎ করে আসছে, এবং নতুনদের নিজ কক্ষে ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। আমার থেকে জুনিয়র হওয়াতে ‘তুমি’ বলে সম্বোধন করায় আমাকে ও আমার সহপাঠিদের উপর হামলা চালিয়েছে। পরে আত্মরক্ষায়  ৯৯৯ কল দিলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে এবং হাসপাতালে পাঠানো হয় বর্তমান চিকিৎসাধীন রয়েছি। 

এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বলেন, ভিকটিম হসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখনো ডাক্তারদের তত্বাবধানে রয়েছে৷  ঘটনার সাথে জড়িতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে৷ আটককৃতরা ওসি স্যারের কাছে রয়েছে। তাদের অভিভাবক আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

এ বিষয়ে প্রক্টর আবু তারেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন থানায় অবস্থান করছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল