দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি :
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ.এমপি বলেছেন, "চৌদ্দ বছর পূর্বের পার্বত্য এলাকার দৃশ্য আর আজকের দৃশ্যে আমূল পরিবর্তন হয়েছে।"
শনিবার খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে বাংলাদেশ কৃষক লীগ খাগড়াছড়ি জেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, "বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হব।"
সম্মেলনে পিন্টু ভট্টাচার্যকে সভাপতি এবং খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদ এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।
এমআই