ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহেদুল ইসলাম সভাপতি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিসুর রহমান সায়মন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
শনিবার (১১ মার্চ) এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। তারা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আনিসুর রহমান চৌধুরী, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সালমান ওয়াহিদ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছগীর উদ্দীন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আমিনুল ইসলাম, মার্কেটিং বিভাগের রিয়াজুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের রেদওয়ান রাব্বি ও ব্যবস্থাপনা বিভাগের ফারদিন আহমেদ। যুগ্ম-সম্পাদক গণিত বিভাগের
এইচ এম আরাফাত, তাজুল ইসলাম(মার্কেটিং), ক্রিস্টোফার গঞ্জালেস(ফিনান্স এন্ড ব্যাংকিং ), শরিফুল ইসলাম(মার্কেটিং) ও আরাফাতুল ইসলাম(বায়োমেডিকেল)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ফয়সাল সরোওয়ার, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আব্দুল মালেক ফাহাদ, অর্থ সম্পাদক ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আজম নুর, দপ্তর সম্পাদক দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নুরুল্লাহ লোকমানী। প্রচার সম্পাদক জিসাদুল ইসলাম( ম্যানেজমেন্ট), ছাত্র বিষয়ক সম্পাদক হামজা নুর ( ডেভেলপমেন্ট স্টাডিজ), ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে ফজন আঁখি ( আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ), সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম জেমস (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), আইন সম্পাদক আশহাদুল ইসলাম (আইন) ও ক্রীড়া সম্পাদক দ্বীপন আইচ।
এছাড়া সহ অর্থ সম্পাদক, সহ দপ্তর সম্পাদক, সহ প্রচার সম্পাদক, সহ ছাত্র বিষয়ক সম্পাদক, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক, সহ সাংস্কৃতিক সম্পাদক, সহ ক্রীড়া সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ উক্ত কমিটিতে সর্বমোট ৪১জন স্থান পেয়েছেন।
এমআই