তিতুমীর কলেজ প্রতিনিধি:
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ঘুরতে গিয়ে স্থানীয়দের দ্বারা হামলার শিকার হয়েছে সরকারি তিতুমীর কলেজের এক দল শিক্ষার্থী। ভুক্তভোগীরা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ঘটনায় অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে৷ আহতদের এম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগীদের একজন মো. এনামুল হক বলেন, ‘আমরা জাদুঘর থেকে যখন পানামনগরে যাই, ওখানে কিছু লোকজন মেয়েদের ইভটিজিং করে, এতে আমাদের মধ্যে একজন বাঁধা দিলে তর্কাতর্কির সৃষ্টি হয়৷ আমরা যখন ফিরবো তার একটু আগেই বাহিরের একজন এসে হাতাহাতি শুরু করে ৷ একপর্যায়ে আমাদের দুএকজনের সাথে মারমারি বাঁধে৷ এরপর স্থানীয়রা এসে আমাদের বাস ভাঙচুর করে। আমরা বাসের ভেতরে ছিলাম৷ কাঁচ ভাঙচুর করায় ঐ কাঁচে আমাদের অনেকেই আহত হয়েছে। তারা বাসের ভেতরে এসে আমাদের মারধর করে। এতে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
ইশহাক নামের এক শিক্ষার্থী জানান, স্থানীয় যুবকরা আমাদের সাথে থাকা নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। এ সময় আমরা তাদের বাধা দেই। এ নিয়ে ওই যুবকদের সাথে আমাদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা আমাদের মারধর শুরু করেন।
জানা গেছে, আক্রমনের শিকার হয়ে শিক্ষার্থীরা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ রহমান বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে সাথে সাথেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কয়েকজন শিক্ষার্থী থানায় আছে এজাহারের জন্য, আমরা মামলা নিয়ে খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো।’
এমআই