ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা আওয়ামীলীগের পুণনির্ধারিত সভা শনিবার ( ১লা মে) সকাল ১১টায় স্থানীয় র্যাফেলস ইন হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হঠাৎ করে তা বাতিল করা হয়েছে।
কেন হঠাৎ করে সভা বাতিল করা হলো এ বিষয়ে কেউ মুখ খুলছে না। নেতাদের প্রশ্ন করলে তারা বলেন দলের সভাপতি সম্পাদকই বলতে পারবেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেন নাই।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সাথে ফোনে যোগাযোগ করলে তার ফোনটি রিসিভি করেন তার সহকারী গোবিন্দ। তিনি জানান, স্যার ব্যস্ত আছেন। তারপরও তাকে অনুরোধ করা হলে তিনি জানান, স্যারের সাথে কথা বলানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি ব্যস্ত থাকায় সম্ভব হলো না।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায় জানান, করোনার কারণে অনেক নেতা অনুষ্ঠানস্থলে আসতে না পারায় এবং কেউ কেউ করোনায় আক্রান্ত হওয়ার কারণে সভাটি বাতিল করা হয়েছে।
তবে অনুসন্ধ্যানে জানা যায়, জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের আভ্যন্তরীন কোন্দলের কারণে এই সভা বাতিল হয়েছে।
সময় জার্নাল/ইএইচ