সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে করোনাকালীন লকডাউনে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কর্মহীন হয়ে পরা দুই শতাধিক হতদরিদ্র ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে তেঘর বিশা মাঠে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমশিনার ড.মো. হুমায়ুন কবীর।
এসময় জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে রাজশাহী বিভাগীয় কমশিনার করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।
সময় জার্নাল/ইএইচ