এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় তান্ডবের ঘটনায় পুলিশের করা মামলার আসামী হোসেন আলী(৪৫) নামে এক ব্যক্তি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালীয়া গ্রামের ইমান উদ্দীন হাজীর ছেলে।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সালথায় তান্ডবের ঘটনায় জড়িত থাকায় হোসেন আলীকে গত কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। গত ২৮ এপ্রিল তাকে পুলিশ রিমান্ডে আনা হয়। সম্প্রতি হোসেন আলীর বড় ছেলে একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ছাড়া শারীরিকভাবেও তিনি অসুস্থ ছিলেন।
শনিবার (১লা মে) দিবাগত শেষ রাতে তিনি সেহরি খেয়ে নামাজ পড়ে বাথরুম গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করেন। তাকে অসুস্থ অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করে।
এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ গনেশ আগরওয়াল জানান, রোগীর গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন বা অন্য কোন অস্বাভাবিকতা দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসকষ্টজনিত কারনে স্বাভাবিক মৃত্যু হতে পারে।
সময় জার্নাল/এমআই