নিজস্ব প্রতিবেদক:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু বঙ্গবন্ধু আজকের শিশুদের জন্য আদর্শ ।
বঙ্গবন্ধুর জন্ম না হলে, বাংলাদেশ নামক দেশটির জন্ম হতো না। শিশুরা বঙ্গবন্ধুর আত¦জীবনী পড়বে, তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে স্বাধীনচেতা
হিসেবে গড়ে তুলবে। আগামীর বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিশু, আজকের শিশুরাই গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। তিনি এইউবি শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর জীবনী পড়তে উদ্বুদ্ধ করেন।
এ সময় অনুষ্ঠানে মূল আলোচনা তুলে ধরেন সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামসুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: নুরুল ইসলাম। তিনি বলেন, জাতির জনকের জীবনটাই ছিল সংগ্রাম আর সাধনার। তিনি সাধনা করেছিলেন বলেই আজ পুরো জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। আগামীতেও স্মরণ করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইউবির শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মুক্তাশা দিনা চৌধুরী।
এমআই