সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল হলের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি চিত্রাঙ্কন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালন উপলক্ষে রাসেল হল ছাত্রলীগ হলের দেয়ালে ‘অনুকল্প’ এ প্রতিকৃতি আঁকেন।
এ দিন বেলা সাড়ে ১২টার দিকে এটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শার্মা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নসিম আহমেদ জয়, সহ-সভাপতি নাইমুল ইসলাম, ফারহান লাবিব ধ্রুবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফারহান লাবিব ধ্রুব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তার চেতনা ও ভাবনুবাদকে জীবিত রাখার জন্য আমদের এই প্রচেষ্টা। শিল্প ও সংস্কৃতিকে পরিবর্তনশীল ধারায় প্রবাহমান করাই আমাদের লক্ষ্য।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাসেল হল শাখা ছাত্রলীগ এ প্রতিকৃতি আঁকেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এমআই