খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধিঃ
নবগঠিত উন্নয়ন সংগ্রাম পরিষদ রামু উপজেলা শাখার শূভ সূচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংগ্রাম পরিষদ রামু উপজেলা শাখার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংগ্রাম পরিষদ রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ জুনাঈদ বিপ্লব।
হাফেজ সলিম উল্লাহ শাকিবের পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হওয়া পরিচিতি সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা জহির আলম কাজল, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহিম শাহীন, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল, উন্নয়ন সংগ্রাম পরিষদ রামু উপজেলা শাখার উপদেষ্টা আবছার কামাল সিকদার ও নুরুল কবির হেলাল, উন্নয়ন সংগ্রাম পরিষদ রামু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজ এমইউপি, মহিলা সম্পাদিকা ডালিয়া জামান, প্রবাসী মিজানুর রহমান, ছালামত উল্লাহ মেম্বার, বেলাল উদ্দিন শাহীন মেম্বার, আল মর্জিনা মেম্বার, ইউনুচ মেম্বার, আলম শাইর মেম্বার প্রমূখ।
সভায় সৌদি আরবস্থ রামু সমিতির সাধারণ সম্পাদক মোতাহের সিকদারকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। সভায় সঞ্চালক ছিলেন উন্নয়ন সংগ্রাম পরিষদ রামু উপজেলা শাখার সহ সভাপতি কাইয়ুম উদ্দিন।
এসময় বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও উন্নয়ন সংগ্রাম পরিষদ রামু উপজেলা শাখা অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন বতর্মান সরকারের তৃনমূলে ধারাবাহিকভাবে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন সঠিক ভাবে হচ্ছে কিনা তদাকরিসহ এলাকার নিরহ মানুষের উপর জুলুম নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধ এবং জনসাধারণের কল্যানে কাজ করবে উন্নয়ন সংগ্রাম পরিষদ রামু উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এমআই