মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের পূর্ব সাঙ্গিশ্বর ও ঝাটিয়ারখিল গ্রামের অসহায় ৭০ পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে ‘হাজী হাছান আলী ফাউন্ডেশন’ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় পরিবারের মাঝে নগদ টাকা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী হাছান আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চিওড়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল কুদ্দুছ ভুঁইয়া তুহিন।
ফাউন্ডেশনের সভাপতি মোক্তার হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার আবু তাহের হানিফ, হাজী হাছান আলী ফাউন্ডেশনের সদস্য মোঃ মকবুল, হাজী ইয়াছিন, আমির হোসেন, মোহাম্মদ ইব্রাহীম, ইমামুল হোসেন, মোহাম্মদ মোবারক, দ্বীন মোহাম্মদ দীলু, মোহাম্মদ মিজান, রহুল আমিন, আবদুল ওয়াদুদ, মোহাম্মদ তাহসিন, মোহাম্মদ রাফি, মোঃ আরাফাত, মোঃ মিজান, নাঈম, নোমান, নিপন, সিপাত, মাসুদ, মাহি, আরমান, মুরাদ, আবিরসহ ফাউন্ডেশনের সকল সদস্য, স্বেচ্ছাসেবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। পরে প্যাকেটভর্তি ইফতার সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল-সেমাই, খেজুর, ছোলা বুট, ডাল, আলু, চিড়া, চিনি, মুড়ি, পেঁয়াজ ও তেল।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আবদুল কুদ্দুছ ভুঁইয়া তুহিন বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে হাজী হাছান আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ’।
সময় জার্নাল/এলআর