এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা ও সালথা উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছে। এ দুটি উপজেলার ৪৪৭জন ভুমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি হস্তান্তর করেন।
এ উপলক্ষে সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহাজান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌরমেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।
অপরদিকে একই সময় ফরিদপুরের ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মুজিববর্ষের দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ১০০ টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে এবং ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মুজিববর্ষের দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ১০০ টি নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এছাড়া নগরকান্দা উপজেলাতে ও প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করা হয় ।
সময় জার্নাল/এলআর