খালেদ হোসেন টাপু:
পবিত্র রমজানের আগের দিন বৃহস্পতিবার রামুতে বেড়েছে মুরগির মাংস, ডিম ও মাছের দাম। তবে আগের মত স্থিতিশীল রয়েছে মুদির দোকানের কিছু কিছু পণ্য। কাঁচা তরিতরকারি বাজারে শসা প্রতি কেজি ২০ টাকা, বেগুন প্রতি কেজি ১০ টাকা বেড়েছে। আর ছোলা প্রতি কেজি ৯০ টাকা, সাদা বোট প্রতি কেজি ৭০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, চিনি প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকা দরে আগের মতোই বিক্রি হচ্ছে।
এছাড়া ইলিশ প্রতি কেজি ৬০০ থেকে ৭০০ টাকা, সুরমা মাছ প্রতি কেজি ৪০০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৫৬ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ টাকা, লেয়ার মুরগি প্রতি কেজি ৩৫০ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ৪০০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা বিক্রি করছেন বলে স্থানীয় বিক্রেতাদের সূত্র জানা গেছে।অন্যদিকে চালের বাজার মূল্য আগের মত রয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন।
এদিকে সরকারের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজার নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো ভালোভাবে বাস্তবায়ন করা হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার নেতৃত্বে মনিটরিং টিম নিয়মিত বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছেন।
সময় জার্নাল/এলআর