এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলায় জামিনে বের হয়ে লাদেন শেখ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।
জানা যায়, অভিযুক্ত লাদেন শেখ উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের আলী আফজালের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার স্বপ্ননগর আবাসন এলাকার একটি বাড়িতে অভিযুক্ত লাদেন শেখ রাজমিস্ত্রীর নির্মাণ শ্রমিকের কাজে যায়। এই সুযোগে ওই বাড়ির ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাড়ির পাশে একটি ঘাসের জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনার একদিন পর ওই কিশোরীর মা বাদী হয়ে লাদেন শেখকে অভিযুক্ত করে থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকে লাদেন শেখ পলাতক রয়েছেন।
এ ব্যাপারে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ও ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ইউনুছ আলী বিশ্বাস জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
এমআই