মো. আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর বাংলায় এখন আর কোন মানুষ না খেয়ে থাকেনা। এখন প্রতিটা মানুষ তিনবেলা পেট ভরে ভাত খায়। কোন মানুষ পয়সার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয়না।
সোমবার সকালে ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক প্রথম পর্যয়ের নগদ অর্থের বিল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।
সেসময় তিনি আরো বলেন, শিক্ষা মানুষের অধিকার। আর সেই অধিকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে। এখন বস্ত্রহীন, চিকিৎসাহীন সমস্যায় ভুগছে এমন মানুষ খুজে পাওয়া যায় না। সেসময় তিনি তার সংসদীয় আসনের উন্নয়নের কথাও তুলে ধরে বলেন সারা দেশের ন্যায় লালপুর- বাগাতিপাড়াও উন্নয়ের ধারায় এগিয়ে যাচ্ছে, কোন অংশেই পিছিয়ে নেই।
উপজেলা মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আঃ রাজ্জাক, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু প্রমূখ। পরে সেখানে উপজেলার চল্লিশটি ধর্মীয় প্রতিষ্ঠানে ২৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।
সময় জার্নাল/এলআর