মুরাদ ইমাম কবিা, হিলি প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে মাটির পুরাতন প্রাচীর ধসে ফাইজুল ইসলাম আকাশ (৬) ও শাহরিয়ার রহমান শিয়াম (১০) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ফাইজুল ইসলাম আকাশ উপজেলার রাঘবেন্দপুর এলাকার আশরাফুল ইমলামের ছেলে এবং শাহরিয়ার রহমান শিয়াম জিয়াউর রহমানের ছেলে। ফাইজুল ইসলাম আকাশ ও শাহরিয়ার রহমান শিয়াম সম্পর্কে দুজন চাচাতো ভাই।
নবাবগঞ্জ থানা পুলিশের এএসআই জিয়াউর জানায়, আজ রোববার সকাল ১০টার দিকে ফাইজুল ইসলাম আকাশ (৬) ও তার চাচাতো ভাই শাহরিয়ার রহমান শিয়াম (১০) দুজনে একটি পুরাতুন মাটির প্রাচীরের পাশে বসে খেলা করছিলো। এমন সময় হঠাৎ মাটির প্রাচীরটি ধসে তাদের গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ছুটে এসে শিশু দুটির লাশ উদ্ধার করে।
এদিকে ফুট-ফুটে দুই শিশুকে হারিয়ে শোঁকের মাতম চলছে শিশু দুটির পরিবারের মাঝে।
সময় জার্নাল/এমআই