শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় রেজাউল ইসলাম (৩৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালকসহ পাঁচজন।
বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারের ফকিরপাড়া গ্রামের আহমেদ আলী মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার থেকে অটোরিকশায় করে কুড়িগ্রামের কাঁঠাল বাড়ি যাচ্ছিলেন রেজাউল। পথে বিপরীত থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিহাট ও কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রেজাউল ইসলামের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমআই