মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ৩ হাজার ৫ শত ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম সজল(৩০) উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছোট ছেলে। ব্যাবসায়ীর বসত ঘরে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুরাদ আলী বলেন, আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আমাদের মাদকের অভিযান চলমান রয়েছে এবং কাঠালিয়া থানাকে মাদকমুক্ত করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি।
এমআই