মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

শনিবার, এপ্রিল ১, ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

গোলাম আজম খান, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর রাতে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা  ক্যাম্পে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি ক্যাম্প ৮ ডব্লিউ ব্লক ই, সাব-ব্লকঃ এ/৪২ পঁচা বাজার এলাকার মৃত মোঃ হাসিমের পুত্র। 

এ সময় তাইফুর (১২) নামক আরও এক কিশোর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। সে ক্যাম্প ৫, ব্লক ডি, সাব-ব্লকঃ ডি/৫ পঁচা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী আজ সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ঐ ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি জানান ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। 
স্থানীয়রা জানিয়েছে, রোহিঙ্গা উগ্রপন্থী গোষ্ঠীর সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল