মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা-ধনমুড়ি সোনালী অতীত এসোসিয়েশনের উদ্যোগে দুই গ্রামের ২১ কোরআনে হাফেজকে সম্মাননা স্মারক, পাঞ্জাবীর কাপড় ও পাঞ্জাবী সেলাইয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে উত্তর ফালগুনকরা পশ্চিম পাড়া ঈদগাঁহ মাঠে এলাকার নিহত মুরব্বিদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভিন্নরকম এ আয়োজনে কোন অতিথি ছিল না।
অতিথির আসনে ছিলেন কোরআনে হাফেজগণ। সম্মাননা স্মারকপ্রাপ্ত হাফেজগণ হলেন; উত্তর ফালগুনকরা গ্রামের হাফেজ ওমর শরীফ মোল্লা সিফাত, হাফেজ সাজ্জাদ আহমেদ, হাফেজ পারভেজ হোসেন, হাফেজ আতিকুর রহমান ভূঁইয়া, হাফেজ গাজী ফয়সাল, হাফেজ ইব্রাহিম খন্দকার মাহাদী, হাফেজ ইউনুস মোল্লা, হাফেজ তৌফিকুল ইসলাম মোল্লা, হাফেজ তারেকুল ইসলাম চৌধুরী, হাফেজ তোফাজ্জল হোসেন মোল্লা রাফি, হাফেজ মোঃ হোসেন মজুমদার, মধ্যম ফালগুনকরার হাফেজ সাইফুল ইসলাম ভুঁইয়া, হাফেজ ওমর ফারুক চৌধুরী, পশ্চিম ধনমুড়ি গ্রামের হাফেজ ওলিউর রহমান মোল্লা, হাফেজ গাজী রাকিবুল ইসলাম, হাফেজ মাজহারুল ইসলাম মিরাজ, হাফেজ জামান উদ্দিন ভুঁইয়া, হাফেজ মুশফিকুর রহমান মিয়াজী সামির, হাফেজ আশিকুজ্জামান মজুমদার, হাফেজ সামির মজুমদার ও হাফেজ ইবাহিম হোসেন রাব্বি।
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মফিজুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, এডভোকেট সিরাজুল ইসলাম ভূঁইয়া, নিজাম উদ্দিন মোল্লা, মাহবুবুল হক মোল্লা বাবলু, এবি ব্যাংক নোয়াখালী চৌমুহনী শাখার ব্যবস্থাপক ক্বারী হাফেজ নাসির উদ্দিনসহ ফালগুনকরা-ধনমুড়ি সোনালী অতীত এসোসিয়েশনের সদস্যবৃন্দ। ভিন্নরকম এ আয়োজন প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।
অনুষ্ঠানে ফালগুনকরা ও ধনমুড়ি গ্রামের বিপুল সংখ্যক মুরব্বি, যুবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি ছাত্ররা উপস্থিত ছিলেন। এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।
সময় জার্নাল/এলআর