মো. আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার জামনগর ইউনিয়নের তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (০১ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এসব রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।
জানা যায়, ১ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যায়ে জামনগর কলেজ হতে ঘোষপাড়া পর্যন্ত ১৮শ মিটার, ৩৮ লক্ষ টাকা ব্যায়ে জামনগর গয়লার ঘোপ হতে সিদ্দিকের বাড়ি পর্যন্ত ৪শ ৭৫ মিটার এবং ৭৮ লক্ষ টাকা ব্যায়ে বাাঁশবাড়ীয়া মুন্সিপাড়া হতে জায়গীরপাড়া বাজার পর্যন্ত ১ হাজার ৫০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। রাস্তাগুলো বাস্তবায়ন করছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ।
এসব রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, জামনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ আলী মাস্টার,উপজেলা তাঁতীলীগের সভাপতি শামসুজ্জামান মোহন প্রমূখ।ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বকুল সারা দেশের ন্যায় বাগাতিপাড়ার উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। সেসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে এবং সামনে স্মার্ট দেশ গড়ার লক্ষে কাজ করছে।
সময় জার্নাল/এলআর