অনিমেষ হালদার, পিরোজপুর (স্বরূপকাঠী) প্রতিনিধিঃ
করোনা মহামারীর মধ্যে এক অসহায় কৃষকের ফোন পেয়ে ধান কেটে দিলো স্বরূপকাঠী উপজেলা ছাত্রলীগে। আজ সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত জয় ও ইমরান আহমেদ ইমুর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারীতে রিপন নামের এক কৃষকের ১১৯ শতক জমির ধান কেটে দেন।
কৃষক রিপন বলেন, গতকাল রনি দাদার কাছে বলার পর অনেক লোকজন নিয়ে এসে রোদের মধ্যেও ছাত্রলীগের লোকজন ধান কেটে নৌকায় তুলে দিয়ে গেছেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইমু বলেন, সাধারণ মানুষের পাশে থেকে করোনা যুদ্ধে শামিল হতে স্বরূপকাঠী উপজেলা ছাত্রলীগ বদ্ধপরিকর। আমরা বিগত বছরেও কৃষকের পাশে ছিলাম এবং থাকবো।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি রনি দত্ত জয় বলেন, জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েও ছাত্রলীগ আমার মনে প্রাণে গেঁথে আছে। করোনা মহামারীর সময় মাস্ক, সাবান বিতরনের পাশাপাশি কৃষকের ধান কেটে দেওয়ার এ সহযোগিতা অব্যাহত থাকবে।