নিজস্ব প্রতিবেদক:
মিনিসো হেড কোয়ার্টার তাদের সাম্প্রতিক ‘ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারস সামিট ফোরাম ’ - এ বাংলাদেশকে সেরা দেশ হিসেবে পুরস্কৃত করেছে ।
মিনিসো তার অনন্য ডিজাইনের পণ্য , মার্কেটিং মডেল এবং উদ্ভাবনী ফ্র্যাঞ্চাইজি মডেলের কারণে বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে, যার সুবাদে মিনিসোর জনপ্রিয়তা রাজধানী ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য বিভাগ জুড়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মিনিসোর চেয়ারম্যান মিঃ ইয়ে এই গ্লোবাল সামিট ফোরামে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন এবং এর মার্কেটিং কার্যক্রমকে উদাহরণ হিসেবে নেওয়ার কথাও বলেছেন কারণ মিনিসো বাংলাদেশ সফলতার দিক দিয়ে অনেক প্রতিবেশী দেশের মিনিসো যেমন পাকিস্তান , নেপাল এবং ভারতকে ছাড়িয়ে যাচ্ছে ।
মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রাইদ চৌধুরী , চৌধুরী আসিফুজ্জামান ও এম আর খান শাহিনের উপস্থিতিতে মিনিসো গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট মিঃ ভিনসেন্ট হুয়াং এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার হেড অব সেলস মিস সুসান চেন এই পুরস্কারটি তুলে দেন ।
শাহ রাইদ চৌধুরী বলেন, " এটি আমাদের জন্য সত্যিই একটি আবেগঘন ও আনন্দময় মুহূর্ত কারণ আমরা এই ফোরামে উপস্থিত ১০০ টিরও বেশি দেশের সামনে গর্বের সাথে আমাদের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি । " মিনিসো বাংলাদেশ দেশের বাজারে দ্রুত বর্ধনশীল ও বিপুল জনপ্রিয় একটি ব্র্যান্ড হিসেবে বৃদ্ধি পাচ্ছে এবং এর ঝামেলামুক্ত FOCO ( Franchisee Owned Company Operated ) ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়িক মডেল মিনিসো বাংলাদেশকে অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত করেছে । এ সম্পর্কে আরও জানতে www.franchise minisobd.com ভিজিট করুন ।
এমআই