এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণ হাতিয়ে নেয়া একটি চক্রকে গাইবান্ধা জেলা থেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় আড়াই ভরি ওজনের ৪টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
এ নিয়ে রবিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, গত ১৬ মার্চ আলফাডাঙ্গা থেকে প্রতারনা করে কয়েক ভরি স্বর্ন হাতিয়ে নিয়ে যায় চক্রটি। এ বিষয়ে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহযোগীতায় গত শনিবার গাইবান্ধা থেকে প্রতারক চক্রটির চার সদস্যকে আটক করে। তারা হলেন, সৈয়দ আলী, নাজমিন বেগম, তৈয়ব আলী ও তামিম রহমান সজিব।
সংবাদ সম্মেলনে পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে ব্রাহ্মনবাড়িয়া, সিলেট, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, বরিশালসহ ৮টি জেলায় ১০টি প্রতারনার ঘটনা ঘটিয়েছে।
এমআই