খালেদ হোসেন টাপু,রামু প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষ্যে পণ্যের গুনগত মান, ওজন ও পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণ ও ফলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষণের উদ্দেশ্যে সোমবার ৩ এপ্রিল সকাল ১১ টায় বিএসটিআই জেলা অফিস কক্সবাজার এর উদ্যোগে রামু চৌমুহনী ষ্টেশনে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই এর কক্সবাজার উপ- পরিচালক (মেট্রোলজি)মিয়া মো: আশরাফুল আলম জানান, পন্যের গুণগতমান নিশ্চিত সঠিক ওজন পরিমাপ করতে রামুতে অভিযান অব্যাহত থাকবে এবং তিনি ওজন যন্ত্র ডিজিটাল স্কেল যাচাই করে ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য রামুর সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।
বিএসটিআই কক্সবাজার এর পরিদর্শক (মেট্রোলজি) জামিল উদ্দিন মুরাদ ও পরীক্ষক (রসায়ন) এজাম উদ্দিনসহ ৫ সদস্যের একটি টিম রামুতে এ অভিযান পরিচালনা করে।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনাকালে রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনে বিভিন্ন ফলের দোকানের মাল্টা, আপেল, কমলা ও আঙ্গুরের ১৪টি ফলের নমুনায় ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করে ফরমালিন পাওয়া যায়নি।
সময় জার্নাল/এলআর