খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে ৩০ বিজিবি কর্তৃক ৪০০ জন অসহায়, দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে ইফতার সমাগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল ) রামু রাজারকুল ফরেষ্ট অফিস মাঠ প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ উপস্থিত থেকে অসহায় দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, পিবিজিএম ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সহ জেসিও, অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বর্ডার গার্ড বাংলাদেশ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর ব্যবস্থাপনায় ৩ এপ্রিল বিকেল ৪ টায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রাজারকুল এলাকায় অসহায়, দুঃস্থ ও দরিদ্র ৪০০ শতাধিক জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সময় জার্নাল/এলআর