ইয়াছিন মোল্লা, সোহরাওয়ার্দী কলেজ:
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল সোমবার (৩ এপ্রিল) রাজধানীর লক্ষ্মীবাজারের পাস্তা ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে সোহরাওয়ার্দী কলেজস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. তাওহীদ ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময়, এম মনসুর আলী (উপ-কর কমিশনার, কর অঞ্চল ৩ ঢাকা) সহ উপস্থিত ছিলেন, আদম সফিউল্লাহ (সভাপতি, ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ ও যুগ্ন-সাধারন সম্পাদক জবি ছাত্রলীগ),হোসাইন তূর্য(সহ-সভাপতি তিতুমীর কলেজ ছাত্রলীগ),মাহফুজ মুন্না (উপ-পুলিশ পরিদর্শক কোতয়ালি থানা ঢাকা), মো: ইমরান হোসাইন (উপদেষ্টা সশসোক),ওমর ফারুক (সভাপতি, ঢাকা কলেজস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ),রাজিবুল ইসলাম (সভাপতি, লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জবি), ইমরান হোসাইন ইমু (আহবায়ক, গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ এবং সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সশসোক শাখা), সিরাজুল ইসলাম সোহাগ (সভাপতি, বিজ্ঞান শাখা (কার্জন হল)লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাবি),আকিউজ্জামান কুয়েল (লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাবি),নুসরাত (ঢাকাস্থ আদিতমারি ছাত্র কল্যাণ সমিতি), মোতালেব হোসাইন বাঁধন (বাঙলা কলেজ),সম্রাট জাহাঙ্গীর (বাঙলা কলেজ), আজিজুল হক (সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাবি) মোস্তফা হাসান মাসুদ (সভাপতি, কবি নজরুল কলেজস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ) সৌমিত্র রায় (সভাপতি, পলিটেকনিক ছাত্র কল্যাণ পরিষদ) সহ ইফতার মাহফিলে কমিটির সদস্য, সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
সময় জার্নাল/এলআর