তরিকুল ইসলাম তারেক, যশোর:
যশোর ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের পর প্রথম বিশ দিনে প্রায় ২৩ হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। বহির্বিভাগে চিকিৎসা সেবা পেয়েছে ২২ হাজার ৬শ’ ৮৫ জন রোগী। প্রথম ১১ দিনে বিনামূল্যে অপারেশন করা হয়েছে ৯৪ জন রোগীর। আর জরুরী বিভাগে ২৭ মার্চ থেকে ১ এপ্রিল’২৩ পর্যন্ত ২০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গেলো ১১ মার্চ ২০২৩ শনিবার শুভ উদ্বোধন করা হয় যশোর শহরের পুলেরহাটে অবস্থিত ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল হাসপাতাল। উদ্বোধন উপলক্ষ্যে ১১ মার্চ হতে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত ৪০ দিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ঘোষনা করে কর্তৃপক্ষ। যা চলমান রয়েছে।
উদ্বোধনের পর ১১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ দিনে বর্হিবিভাগে মোট ২২ হাজার ৬শ ৮৫ জন রোগী বিনামূল্যে এই সেবা পেয়েছেন। প্রতিদিন গড় হিসাবে এই সংখ্যা দাড়ায় ১ হাজার ১শ’ ৩৪ জন রোগী।
বহির্বিভাগ থেকে মাত্র ১০ টাকা রেজিস্ট্রেশন ফি’র বিনিময়ে বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন, ডায়াগনোস্টিক সেবা বিনামূল্যে প্রদান করা হয়েছে। এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি, সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা, ইউরোলজি, মেডিসিন, ডায়াবেটিস, মনোরোগ, চর্ম, গর্ভকালীন ও গর্ভোত্তর, গাইনি, শিশু ও ফিজিওথেরাপি বিভাগে এই সেবা প্রদান অব্যহত রয়েছে।
জেনারেল ও শিশু সার্জারি বিভাগে পিত্তথলির পাথর, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, টিউমার, ব্রেস্ট অপারেশন, ফিস্টুলা, পাইলস, হাইড্রোসিল, সুন্নতে খতনা, ঠোট কাঁটা, তালু কাটা, ফোঁড়া অপারেশন হচ্ছে।
হাসপাতালটির পরিচালক ডা. মোঃ সিরাজুল ইসলাম জানান, ভর্তি রোগীদের বিনামূল্যে খাবার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। এসময় রোগীদের কাছ থেকে বেড ভাড়াও নেয়া হচ্ছে না।
সময় জার্নাল/এলআর