ইয়াছিন মোল্লা, সোহরাওয়ার্দী কলেজ:
মানুষ মানুষের জন্য, কথাটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন গান বা নাটক সিনেমায় শুনে থাকি, কিন্তু আসলেই যে মানুষ মানুষের জন্য তার জলন্ত উদাহরণ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী তোফাজ্জল হোসেন।
এছাড়াও তার আরেকটি উল্লেখযোগ্য পরিচয় হলো তিনি সাধ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সহ-সভাপতি।
এই ছাত্রলীগ কর্মী এখন পর্যন্ত ১০ থেকে ১২ টি অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি অংশগ্রহণ করে বিভিন্ন ভাবে উদ্ধার অভিযান পরিচালনা সহযোগিতা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, শ্যামপর গ্লাস ফ্যাক্টরি রাবার কারখানায়আগুন,চাদনী টেক্সটাইল মিলে আগুন,ওয়াসা রোড সংলগ্ন নতুন বস্তিতে,সিদ্দিক বাজার ভবন ধস, এবং সর্বশেষ বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা একজন স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে গেছেন।
এই বিষয়ে তোফাজ্জল হোসেন বলেন, আমি ফায়ার সার্ভিস থেকে বিভিন্ন সময় ট্রেনিং নিয়েছি সেচ্ছা সেবকত্বের উপরে।
যখন কোন আগুন,দুর্যোগ,ভবন ধস,খবর পাই তখন আমি ছুটে যাই নিজ থেকে।এবং আমি যে কাজটা করি বিনা পারিশ্রমিকে।এক কথায় মানুষের সেবা দেওয়া জন্য। যেহেতু আমি একজন প্রশিক্ষিত ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবক তাই যখন শুনি কোথায় আগুন কিংবা দুর্ঘটা তখন আর বসে থাকতে পারি না।
তার এই সমস্ত কাজে ইতিমধ্যে প্রসংশা কুরিয়েছেন তার ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী সহ নেতাকর্মীদের মধ্যে। তারা তাকে মনবতার ফেরিওয়ালা তোফাজ্জল নাম দিয়েছে। পাশাপাশি তারা বলছেন আমাদের একজন মানবতার ফেরিওয়ালা তোফাজ্জল ভাই আছেন। এছাড়াও তারা তোফাজ্জল মত সাধারণ মানুষের পাশে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।
সময় জার্নাল/এলআর