স্পোর্টস ডেস্ক:
অবশেষে ভেঙেছে আয়ারল্যান্ডের পঞ্চম উইকেট জুটি। পিটার মুরকে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। তৃতীয় দিনে যা বাংলাদেশের শিকার করা প্রথম উইকেট।
আইরিশদের সংগ্রহ এখন ৫ উইকেটে ৫২ রান। লিড এড়াতেই এখনো তাদের প্রয়োজন ১০৩ রান।
মাত্র ১৩ রানে ৪ উইকেট পরে যাওয়ার পর বাংলাদেশের গলার কাঁটা হয়ে উঠে আইরিশদের পঞ্চম উইকেট জুটি। যদিও রান আসছিল না, তবে দাঁতে দাঁত চেপে লড়াই করছিলেন পিটার মুর ও হ্যারি টেক্টর।
মাত্র ৩৮ রান যোগ করতেই ১৫৪ বল খেলেন দু'জনে। তাইজুলের শিকার হওয়ার আগে মুরের সংগ্রহ ছিল ৭৮ বলে ১৬ রান।
দুই স্পিনার সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামের মায়াবী ঘূর্ণিজালে জড়িয়ে দ্বিতীয় দিন বিকেলেই ১৩ রানে ৪টি উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।
এদিকে, ১৫৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর দ্রুত ৪ উইকেট হারানোর কারণে আইরিশদের সামনে ইনিংস পরাজয়ের শঙ্কাই তৈরি হয়েছিলো সবচেয়ে বেশি।
তবে, এই পরিস্থিতি কিছুটা সামলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা হ্যারি টেক্টর এবং জিম্বাবুয়ের হয়ে ৮ টেস্ট খেলে আসা পিটার মুর। দ্বিতীয় দিনের ৪ উইকেট হারিয়ে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে এই দুই ব্যাটার। দিনের শুরুতে বাংলাদেশের বোলারদের চাপ সামলে ভালোভাবেই দলকে এগিয়ে নিচ্ছিলেন এই দু’জন।
কিন্তু তাদের ৩৮ রানের জুটিকে বেশিদূর এগুতে দেননি শরিফুল ইসলাম। পিটার মুরকে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ৭৮ বলে ১৬ রান করে আউট হয়ে যান পিটার মুর।
সময় জার্নাল/এলআর