আব্দুল কাইয়ুম,সাভার:
আশুলিয়ার পোশাক কারখানা কেএসি কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লি এর বেআইনী ভাবে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ও শ্রমিক হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে আশুলিয়ার বাইপাইলে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাঁটাই হওয়া শ্রমিকদের সাথে মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আল কামরান, ইউনাইটেড গার্মেন্টস ফেডারেশনের সভাপতি ইমন সিকদার, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা জানান, গত ২৯ মার্চ সকালে আশুলিয়ার কবিরপুর এলাকার কেএসি কম্পোজিট কারখানায় ১৩ শ্রমিককে রিজাইন লেটারে স্বাক্ষর নিয়ে বের করে দেয় কর্তৃপক্ষ। ঈদের আগে শুধুমাত্র ঈদের বোনাস দিতে চাইলেও চাকরিচ্যুতির বাকি সুবিধা দিতে অস্বীকার করছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানাটির সুইং সেকশনের হেলপার জুলেখা বলেন, ২৯ মার্চ সকালে আমাদের ডাক দিয়ে বলে তোমাদের লাইন বন্ধ, কাজ নেই। তোমরা সাইন দিয়ে চলে যাও। এর আগে কর্তৃপক্ষ থেকে বলেছিল লেট করলে বা এ্যাবসেন্ট করলে চাকরি থেকে বের করে দিবে। আমার ছেলেটা আগুনে পুড়েছিল। তখন আমি গত ১ বছরে মাত্র ৩ দিন অ্যাবসেন্ট ছিলাম। আমার ব্যাপারে কোম্পানীর সবাই জানে। আমার ছেলের এখনও চিকিৎসা চলে আমি কিভাবে তার খরচ মেটাবো? আমার আগুনে পোড়া ছেলেকে নিয়ে কিভাবে বেচে থাকব? ঈদের আগে তো কেউ চাকরি দেবেনা।
কারখানার আরেক হেলপার আক্তারিনা বলেন, আমি ২ বছর ধরে চাকরি করি এখানে। আমাদের কোন নোটিশ দেয়া হয়নাই। ওইদিন সকালে ঈদের আগে আমাদের এভাবে বের করে দিল। এখন তো আমরা কোথাও চাকরিও পাবনা। আমরা চাই আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিক। আমরা রিজাইন লেটারে সাইন করতে চাইনাই। আমাদের সকল বেতন ভাতা আইন অনুযায়ী পরিশোধ করা হোক।
মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় মাস্তান বাহিনী দিয়ে শ্রমিকদের হয়রানি করারও অভিযোগ আছে। শ্রমিকদের কোন নোটিশ দেয়া ছাড়াই এভাবে বের করে দেয়া অমানবিক। এছাড়া কাউকে চাকরিচ্যুত করতে চাইলে তার সকল পাওনাদি এবং টার্মিনেশন বেনেফিট দিতে হবে। আমরা কারখানা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।
এমআই