স্পোর্টস ডেস্ক:
সম্ভাবনা ছিল, গতকাল (বৃহস্পতিবার) দুপুরের মধ্যেই সাকিব-লিটনদের জয়ে শেষ হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট। তবে হ্যারি টেক্টর, লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রেইনের অনবদ্য ইনিংস টাইগারদের সেই জয়কে দূরে ঠেলে দেয়। তবে আয়ারল্যান্ডকে দ্রুত থামানোর লক্ষ্যে মাঠে নামা টাইগাররা আজ চতুর্থ দিনের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছে। ফলে মিরপুর টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৮ রান।
তৃতীয় দিন শেষে ৭১ রানে অপরাজিত থাকা ম্যাকব্রেইনকে আজ শুরুতেই সাজঘরে ফেরান পেসার ইবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন ম্যাকব্রাইন। বল তার ব্যাটের বাইরের কানা ফাঁকি দিয়ে আঘাত হানে অফ স্টাম্পে। ক্যারিয়ারের প্রথম ফিফটি করা ম্যাকব্রেইন করেছেন ৭২ রান। ১৫৬ বলের ইনিংস সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়।
ম্যাকব্রেইনের পর সাজঘরের পথ ধরেন গ্রাহাম হিউম।
এমআই