মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
পবিত্র রমজানে কুমিল্লার চৌদ্দগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস(এসবিএসএস) এর উদ্যোগে এতিম, অসহায় ও হতদরিদ্র ২৮০ পরিবারের নারী-পুরুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অর্ধ শতাধিক মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। এরমধ্যে পিফোরএনজিওস, ইউকে ৫০ পরিবার ও ইসলামিক এইড ৫০ পরিবারকে সহযোগিতা করে।
এ উপলক্ষে শুক্রবার উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা মজুমদার বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ টাকা তুলে দেন এসবিএসএস এর নির্বাহী পরিচালক ফেরদৌস আহাম্মদ। এ সময় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী ডিউক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মানিক, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হামিদুল ইসলাম মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লফিতুল আলম মজুমদার, ইসলামিক এইডের অর্পান ইনচার্জ আলী আকবর, স্থানীয় আবদুল খালেক মজুমদার, ওমর ফারুক মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মজুমদার, ফারদিন, নোমান, রিশাত, রাফি, সামিউল, নাঈম, আরাফাত, রিপন, সিফাত, আফজাল প্রমুখ।
এদিকে প্রতি বছরের ন্যায় এবারও এতিম, অসহায় ও হতদরিদ্র কর্মহীন দিনমজুর পরিবারের সদস্যরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ টাকা পেয়ে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমআই