শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৌহিদুল সভাপতি হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

রোববার, এপ্রিল ৯, ২০২৩
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৌহিদুল সভাপতি হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:


দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩০ সনের নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত তৌহিদুল হক সরকার-আবু নঈম মোঃ হাবিবুল্লাহ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। এই প্যানেল ১৫টি পদের মধ্যে সবকটিতেই বিজয়ী হয়েছে।


শনিবার (৮ এপ্রিল-২০২৩) সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাত ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩০ সনের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান এ্যাডভোকেট মোঃ আনোয়ার কামাল। 


নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন-সভাপতি এ্যাড. তহিদুল হক সরকার প্রাপ্তভোট ২৭০টি, 

সহ-সভাপতি মোঃ মেহবুব হাসান চৌধুরী লিটন প্রাপ্তভোট ২৫২টি, মোঃ আবু বকর সিদ্দিক-২ প্রাপ্তভোট ২৫১টি, সাধারণ সম্পাদক আবু নঈম মোঃ হাবিবুল্লাহ প্রাপ্তভোট ২৪৬টি, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার কবীর কিংশুক প্রাপ্তভোট ২৫২টি, রিচার্ড মুর্ম্মু প্রাপ্তভোট ২৩০টি, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ রানা-২ প্রাপ্তভোট ২২০টি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কোহিনুর পারভীন চিস্তি প্রাপ্তভোট ২৭৩টি, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন প্রাপ্তভোট ২০৮টি, পাঠাগার সম্পাদক আহাম্মদ মন্ডল প্রাপ্তভোট ২৩৯টি। আর সদস্য পদে নির্বাচিত পাঁচজন সদস্য হলেন-রেখা মনি প্রাপ্তভোট ২৭৬টি, সৈয়দ মোসাব্বির হোসেন উচ্ছ্বাস প্রাপ্তভোট ২৭২টি, শুভ বিশ্বাস প্রাপ্তভোট ২৬৩টি, জয়ন্ত কুমার জুয়েল প্রাপ্তভোট ২০৯টি ও

নাজনীন আরা ইয়াসমিন প্রাপ্তভোট ১৮৮টি।

উল্লেখ, এই নির্বাচনে ৫৩৪ জন আইনজীবী ভোটারের মধ্যে ৫১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


এসএম 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল