সর্বশেষ সংবাদ
প্রতিষ্ঠার ৪৬ বছর:
জাবি প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
গতকাল শনিবার (৮ই এপ্রিল) বিকেলে সাভারের একটি রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কামরুল আহসান বলেন, পরিস্থিতি কতটা অবনতি হলে শিক্ষার্থীদেরকে নিজ বিশ্ববিদ্যালয় ছেড়ে এমন একটা জায়গায় ইফতারের আয়োজন করতে হয়। বারবার গণতন্ত্রের কথা বলা হলেও দেশে আসলে গণতন্ত্র নেই৷ জাতীয়তাবাদী শক্তি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে বলে বিশ্বাস করি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউট্যাবের সহ-সভাপতি সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, ফার্মেসী বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নুরুল ইসলাম, ইউট্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. বোরহান উদ্দিন প্রমুখ।
এসময় শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক দেবব্রত পাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম গালিব ইমতেয়াজ নাহিদ, শহীদ সালাম বরকত হল ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন আলী হাসান, মীর মোশাররফ হোসেন হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন শুভ, শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাহাত, সাইফুল ইসলাম, ফেরদৌস আলম অপু, জহিরুল ইসলাম হিমু, মীর মোঃ এজানুর রহমান বীটু, আজমল হোসেন তমাল, বেনজির আহমেদ প্রমুখ।
এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল