গোলাম আজম খান, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই হাজার ৬৫২ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।
রবিবার (২ মে) সকাল ১০ টায় উখিয়ার ক্যাম্প ৮ ইস্টে এ ত্রাণ বিতরণ করা হয়।
এর আগে ২৭ এপ্রিল উখিয়ার ক্যাম্প ৮ ইস্টে এক হাজার ৫৭৬ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। এই নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২২৮ রোহিঙ্গা পরিবার সেনাবাহিনী সাহায্য পেল।
সেনাবাহিনী জানায়, গত ২২ মার্চ বালুখালী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়। এ ছাড়াও পুড়ে ছাই হয়ে যায় ১০ হাজার ঘর। এরপর থেকে রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত উখিয়া, বালুখালী ও পালংখালীর দায়িত্বরত সেনাবাহিনী ত্রাণ, তাবু ও চিকিৎসা প্রদান করে।এরই ধারাবাহিকতায় রমজানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী।
রবিবার দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬৫২ রোহিঙ্গা পরিবারের মাঝে ১০ কেজি চাল ও দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি প্রদান করা হয়। এর আগে ২৭ এপ্রিল প্রথম দফায় এক হাজার ৫৭৬ রোহিঙ্গা পরিবারের মাঝে ১০ কেজি চাল ও দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি প্রদান করেছিল সেনাবাহিনী।
এ কার্যক্রমে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টাস্কগ্ৰুপ কমান্ডার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
সেনাবাহিনী সুত্র জানায়,গ্যাসের সিলিন্ডার থেকে ক্যাম্পে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাই গ্যাস ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের প্রশিক্ষণ দেওয়াসহ নানা উদ্যোগের মাধ্যমে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার কার্যক্রম নেওয়া হচ্ছে। আর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাসহ স্থানীয়দের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
সময় জার্নাল/এমআই