মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল-২০২৩) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শাকিল আহমেদ'র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ রায় চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের মোঃ নুরুর হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, কালিতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, চ্যানেল আই'য়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ একরাম তালুকদার, ইউএনবি জেলা প্রতিনিধি সালাহ উদ্দিন আহমেদ, সাংবাদিক আকরাম হোসেন বাবলু, চ্যানের২৪ এ-র জেরা প্রতিনিধি বিপুল সরকার সানি, বিটিভি জেলা প্রতিনিধি মোফাসসিলুল মাজেদ, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শাহ প্রমূখ।
মতবিনিময় সভায় কয়েকজন সাংবাদিক সাংবাদিকরা কোন নিউজ করলে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিউজটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। তাহলে আমরা সবাই মিলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন দিনাজপুর গড়ে তুলতে পারবো। সব পত্রিকায় সরকারী বিজ্ঞাপন বন্টনের ব্যাপারে সিরিয়াল বা ধারাবাহিকতা রক্ষার করার দাবী জানান। এছাড়া সাংবাদিকদের আবাসনের সমস্যা সমাধানের জন্য তিন/চার একরের একটি প্লট বরাদ্দের দাবীও জানান।
জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল জেলা প্রশাসক। তাই আপনাদের কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন। যেকোনো সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো।
মতবিনিময় সভায় দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর