এহসান রানা , ফরিদপুরা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার মুন্সীবাজার এলাকায় জমি ক্রয় করে বাড়ী নির্মাণের কাজ শুরু করেছেন অলোক কুমার দে। অলোক কুমার দে’র অভিযোগ সূত্রে জানা যায় দেওড়া এলাকা নিবাসী মৃত: আমিরউদ্দিনের পুত্র লিন্টু বাড়ী নির্মাণ কাজ শুরু থেকেই ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে এবং ৫ লক্ষ টাকা চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এরই সূত্র ধরে রবিবার দুপুরে চাঁদা দাবী করে অলোক দে চাঁদা দিতে অস্বীককার করলে জোড় পূর্বক বাড়ীর সীমানার ৪টি পিলার তুলে নিয়ে যায়। এতে অলোক প্রতিবাদ করলে লিন্টু মৃধা সংঘবদ্ধ দল নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং অলোকের সাথে থাকা ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। অলোক দে গুরুতর আহত অবস্থায় বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে
চিকিৎসাধীন আছে।
অলোক দে আরও জানান, এ বিষয়ে কোতয়ালী থানায় লিন্টু মৃধার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। লিন্টু মৃধার ভয়ে অলোক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে অভিযুক্ত লিন্টু মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ কবির হোসেন মোল্লা জানান, অলোক দে’র দাখিলকৃত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময় জার্নাল/এমআই