শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বিটকয়েন ব্যবসার মূলহোতাসহ গ্রেফতার ১২

সোমবার, মে ৩, ২০২১
বিটকয়েন ব্যবসার মূলহোতাসহ গ্রেফতার ১২

সময় জার্নাল প্রতিবেদক: বাংলাদেশে অবৈধ বিটকয়েন ব্যবসার মূলহোতা ইসমাইল হোসেন সুমনসহ (কয়েন সুমন) অনলাইনে প্রতারণার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৩ মে) আনুমানিক রাত ২:৩০ এর দিকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল ও র‍্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর  উত্তর বাড্ডা এলাকার বেসিক বিজ মার্কেটিং নামক প্রতিষ্টানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের নিকট থেকে ২৯ টি ডেক্সটপ কম্পিউটার, ৩ টি ল্যাপটপ, ১৫ টি মােবাইল ফোন, ১ টি ট্যাবলেট ফোন ও বিবিধ নথিপত্র জব্দ করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল, (১) মেয় ইসমাইল হােসেন সুমন কয়েন সুমন ( ৩২ ), জেলাঃ - বরগুনাসহ , (২) আবুল বাশার রুবেল (২৮), জেলাঃ বরগুনা, (৩) আরমান পিয়াস (৩১), জেলাঃ - বরগুনা,  (৪) রায়হান আলম সিদ্দিকি (২৮) জেলাঃ - বরগুনা, (৫) মােঃ জোবায়ের (১৮) , জেলাঃ - বরগুনা (৬) মেহেদী হাসান রাহাত (২৪) , জেলাঃ - বরগুনা (৭) মেহেদী হাসান (১৯) , জেলাঃ - বরগুনা , (৮) রাকিবুল হাসান (২৩) জেলাঃ - বরগুনা,(৯) মােঃ রাকিবুল ইসলাম (২২) , জেলাঃ- বরগুনা, (১০) মােঃ সােলাইমান ইসলাম (২১), জেলাঃ- বরগুনা , (১১) মােঃ জাকারিয়া (১৮), জেলাঃ - বরগুনা,(১২) মােঃ আরাফাত হােসেন (২২), জেলাঃ - বরগুনা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল