মো: ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামলপুরের নরুন্দি বেপারীপাড়া এলাকায় মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১ টায় ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
তদন্ত কেন্দ্রের এস আই মো.তারেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি বেপারীপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মোসাম্মত সাবিনা আক্তার (৩০) ও ঝরনা বেগম (৩৫) নামে দুই নারীকে আটক করা হয়।
পরে তাদের ঘর তল্লাশি করে ঘরের ভিতরে ওই গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এ মাদকদ্রব্য সুকৌশলে জামালপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
এমআই