রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার, আটক ৩

সোমবার, মে ৩, ২০২১
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার, আটক ৩

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে তেরকাটি খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় মালামালসহ ৩ মৎস্যজীবীকে হাতে নাতে আটক করেছে বুড়িগোয়ালিনী বন অফিসের সদস্যরা। 

গতকাল সোমবার ভোর ৬ টার দিকে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ৩ মৎস্যজীবীরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর গ্রামের রাশিদুল মোড়লের ছেলে ইসমাইল হোসেন (২৫) ও ইস্রাফিল হোসেন (২২) এবং একই গ্রামে আব্দুল হাকিম গাজীর ছেলে হোসাইন আহওমদ সুমন(২৪)।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসসিএফ) এম. এ হাসান বলেন, সুন্দরবনে তেরকাটি খালে বিষ প্রয়োগে মাছ ধরার খবর গোপনে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মৎস্যজীবীদের আটক করা হয়। এ সময় তল্লাশি করে মাছ ধরা কাজে ব্যবহৃত বিষের বোতল, জাল, ১০ কেজি চিংড়ী ও একটি নৌকা জব্দ করা হয়। 

আটক মৎস্যজীবীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
 
সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল