রাহিদ আল নোমান, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরিউসিসি) ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) নগরীর 'গ্রান্ড রিভার ভিউ' হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করে রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেড।
সংগঠনের নেতৃবৃন্দ জানায়, পবিত্র রমজান মাস উদযাপন এবং ক্লাবের সদস্যদের মধ্যে একতা আনয়নের উদ্দেশ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিমুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহযোগী অধ্যাপক ইমরান হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জহুরুল আনিস, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমান এবং রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেডের সিইও এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সাইদ আব্দুল্লাহ শাওন।
এছাড়াও ক্যারিয়ার ক্লাবের সভাপতি খোন্দকার অভিষেক ইবনে শামস ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সজল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর