এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ পালিত হচ্ছে। পহেলা বৈশাখের নতুন সূর্য কে স্বাগত জানাতে শুক্রবার সকাল ৮ টায় শহরের কোর্টপাড়ে স্বাধীনতা চত্বর বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসো হে বৈশাখ এসো এসো- এই গান কে ধারণ করে বাংলার নতুন বছর ১৪৩০ কে স্বাগত জানানো হয়। জেলা সাহিত্য সংস্কৃতি উন্নয়নের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো, কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো, শাহজাহানসহ অন্যান্য অতিথিরা।
এছাড়া সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আয়োজন হয়। জাতীয় সংগীত পরিবেশন শেষে ঢাক ঢোল বাজিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। নেচে গেয়ে উৎসব করে বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কে ধারন করে মঙ্গল শোভাযাত্রাটি জেলা শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা শিশু একাডেমিতে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনৃষ্ঠিত হয়।
এমআই